পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাছে অামি যেন অামি ভোরে যখন অনুমান দেখি তুমি আস নি তাই আধেক আঁখি মুদিয়ে চাই— ভয়ে, চাই নে ফিরে । দেখি যেন আপন-মনে পথের শেষে দূরের বনে আসছ তুমি ধীরে । চিনতে পারি সেই অশান্ত তোমার উত্তরীয়ের প্রাস্ত ওড়ে হাওয়ার পরে । একলা বসে মনে গণি শুনছি তোমার পদধবনি মৰ্মরে মর্মরে । নয়ন মেলে অরুণ-রাগে যখন অামার প্রাণে জাগে অকারণের হাসি, নবীন তৃণে লতায় গাছে কোন জোয়ারের স্রোতে নাচে সবুজ স্থধারাশি– 3s