পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষাপ্রভাত ওগো, এমন সোনার মায়াখানি কে যে গড়েছে ! মেঘ টুটে আজ প্রভাত-আলো ফুটে পড়েছে। বাতাস কাহার সোহাগ মাগে, গাছে-পালায় চমক লাগে, হৃদয় আমার বিভাস রাগে কী গান ধরেছে ! অাজ বিশ্বদেবীর দ্বারের কাছে কোন সে ভিখারি ভোরের বেলা দাড়িয়েছিল ছু হাত বিথারি— আঁাজল ভ'রে সোনা দিতে ছাপিয়ে পড়ে চারি ভিতে লুটিয়ে গেল পৃথিবীতে, একি নেহারি । &br