পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে জানে গো কী উল্লাসে হেরেন ধর। মধুর হাসে, আঁচলখানি নীলাকাশে পড়েছে তুলে । ওগো, কাহারে আজ জানাই আমি, কী আছে ভাষা – আকাশ-পানে চেয়ে অামার মিটেছে আশা । হৃদয় আমার গেছে ভেসে চাই-নে-কিছু’র স্বর্গ শেষে, ঘুচে গেছে এক নিমেষে সকল পিপাসা । বোলপুর মাষাঢ় ১৩১৩ ృ8 తి