পাতা:গল্পগুচ্ছ (তৃতীয় খণ্ড).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কর্মফল
৫৪৫

নিয়ে তােমরা আমাকে যেমন গ্রহণ করেছ সংসারকে আমি যেন তেমনি করে গ্রহণ করি।

 বিধু। বাবা, কী আর বলব। মা হয়ে আমি তােকে কেবল স্নেহই করেছি, তাের কোনাে ভালাে করতে পারি নি—ভগবান তাের ভালাে করুন। দিদির কাছে আমি একবার তাের হয়ে ক্ষমা ভিক্ষা করে নিই গে।

প্রস্থান

 শশধর। তবে এসাে সতীশ, আমার ঘরে আজ আহার করে যেতে হবে।

দ্রুতপদে নলিনীর প্রবেশ

 নলিনী। সতীশ।

 সতীশ। কী, নলিনী।

 নলিনী। এর মানে কী। এ চিঠি তুমি আমাকে কেন লিখেছ।

 সতীশ। মানে যেমন বুঝেছিলে সেইটেই ঠিক। আমি তােমাকে প্রতারণা করে চিঠি লিখি নি। তবে আমার ভাগ্যক্রমে সকলই উল্‌টা হয়। তুমি মনে করতে পার, তােমার দয়া উদ্রেক করবার জন্যই আমি—কিন্তু মেলােমশায় সাক্ষী আছেন, আমি অভিনয় করছিলেম না—তবু যদি বিশ্বাস না হয় প্রতিজ্ঞারক্ষা করবার এখনাে সময় আছে।

 নলিনী। কী তুমি পাগলের মতাে বকছ। আমি তােমার কী অপরাধ করেছি যে তুমি আমাকে এমন নিষ্ঠর ভাবে—

 সতীশ। যেজন্য আমি এই সংকল্প করেছি সে তুমি জান, নলিনী—আমি তাে একবর্ণও গােপন করি নি, তবু কি আমার উপর তােমার শ্রদ্ধা আছে।

 নলিনী। শ্রদ্ধা! সতীশ, তােমার উপর ওইজন্যই আমার রাগ ধরে। শ্রদ্ধা! ছি ছি, শ্রদ্ধা তাে পথিবীতে অনেকেই অনেককে করে। তুমি যে কাজ করেছ আমিও তাই করেছি—তােমাতে আমাতে কোনাে ভেদ রাখি নি। এই দেখাে, আমার গহনাগুলি সব এনেছি—এগুলি এখনাে আমার সম্পত্তি নয়—এগুলি আমার বাপ-মায়ের। আমি তাঁদিগকে না বলে এনেছি, এর কত দাম হতে পারে আমি কিছুই জানি নে; কিন্তু এ দিয়ে কি তােমার উদ্ধার হবে না।

 শশধর। উদ্ধার হবে, এই গহনাগুলির সঙ্গে আরও অমূল্য যে ধনটি দিয়েছ তা দিয়েই সতীশের উদ্ধার হবে।

 নলিনী। এই-যে শশধরবাবু মাপ করবেন, তাড়াতাড়িতে আপনাকে আমি—

 শশধর। মা, সেজন্য লজ্জা কী। দৃষ্টির দোষ কেবল আমাদের মতাে বুড়ােদেরই হয় না—তােমাদের বয়সে আমাদের মতাে প্রবীণ লােক হঠাৎ চোখে ঠেকে না। সতীশ, তােমার আপিসের সাহেব এসেছেন দেখছি। আমি তাঁর সঙ্গে কথাবার্তা কয়ে আসি, ততক্ষণ তুমি আমার হয়ে অতিথিসৎকার করাে।—মা, এই পিস্তলটা এখন তােমার জিম্মাতেই থাকতে পারে।

 পৌষ ১৩১০