পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > * > ) তুমি ভুলে যেয়ে এ রজনী আজ রজনী ভোর হলে । বাহু ডোরে বাধি কারে, স্বপ্ন কভু বাধা পড়ে ? বক্ষে শুধু বাজে ব্যথা, অ’খি ভাসে জলে । ১•• ॥ ইমন কল্যাণ। বীপতাল । যাহা পাও তাই লও, হাসি মুখে ফিরে যাও, কারে চাও কেন চাও, আশা কে পূরাতে পারে। সবে চায় কেবা পায়, সংসার চলে যায় যেবা হাসে ষেবা কাদে যে বা পড়ে থাকে স্বারে ॥ > o X || কেদারা । কাওয়ালি । সখি, আমারি দুয়ারে কেন আসিল, নিশি ভোরে যোগী ভিখারী, কেন করুণুস্বরে বীণা বাজিল।