পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२¢ ) ইমন কল্যাণ । বীপতাল । বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ ! সকলি যে স্বপ্ন বলে হতেছে বিশ্বাস । চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে সেথায় ত সোহাগ মিলে, এরি মধ্যে মিটিল কি প্রণয়েরি আশ । এখনো ত নিশিশেষে উঠে নিকো শুকতারা । এখনো ত রাধিকার শুকায়নি অশ্রুধার । সেথাকার কুঞ্জগৃহে পুষ্প ঝরে গেল কিহে, চকোর হে, সেই চন্দ্রমুখে ফুরায়ে কি গেল হাস ? SY to ভৈরবী । বীপতাল । আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে । उग्न नाझेक श्रट४ थांक অধিক ক্ষণ থাকব নাক, আসিয়াছি ছ’ দণ্ডের তরে।