পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२४ ) কোথায় তারা কোথায় তারা কেঁদে কেঁদে কারে ডাকি । বল দেখি মা শুধাই তোরে আমার কিছু রাখুলি নেরে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে ५ोंकि ॥ s२० ॥ টোড়ি। বীপতাল। আর কি আমি ছাড়ব তোরে । মন দিয়ে মন নাইবা পেলেম, জোর করে রাখিব ধরে । শূন্ত করে হৃদয়পুরি, মন যদি করিলে চুরি, তুমিই তবে থাক সেথায় শূন্য হৃদয় পূর্ণ করে। ১২১ ৷