পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়জয়ন্তী । বীপতাল । হারে দেখাতে পারিনে কেন প্রাণ ! (খুলে গে) কেন বুঝাতে পারিনে হৃদয় বেদনা ! কেমনে সে হেসে চলে যায়, কোন প্রাণে ফিরেও না চায়, এত সাধ এত প্রেম করে অপমান ! এত ব্যথা ভরা ভালবাস। কেহ দেখে না, প্রাণে গোপনে রহিল ! এ প্রেম কুসুম যদি হত প্রাণ হতে ছিড়ে লইতাম, তার, চরণে করিতাম দান ! বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে, তবু তার সংশয় হত অবস o न ! $२ ॥