পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >8 - ) বসত্ত্বের মৃত কায়, প্রাণ করে হায় হায়! ফুরাইল সকলি ! প্রভাতের মুছ হাসি, ফুলের রূপরাশি, ■ ফিরিবে কি আর ? কিবা জোছনা ফুটিত রে । কিবা যামিনী । সকলি হারাল, সকলি গেলরে চলিয়া, প্রাণ করে হায় হায় । ১৩৬ বাহার । কাওয়ালী । খুলে দে তরণী খুলে দে তোর, স্রোত বহে যায় যে। মন্দ মন্দ অঙ্গ ভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে, এই বেলা খুলে দে । ভাঙ্গিয়ে ফেলেছি হাল, বাতাসে পুরেছে পাল স্রোতমুখে প্রাণ মন যাক ভেসে যাকৃ, যে ষাবি আমার সাথে এই বেলা আয় রে | ১৩৭ ॥