পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( s8७ ) তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে অারত কেহ অশ্র ফেলিবে না। ১৪৩ } মিশ্র । কাওয়ালী । কত বার ভেবেছিকু আপন ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া । চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে সখা কত ভালবাসি ! ভেবেছিমু কোথা তুমি স্বর্গের দেবতা কেমন তোমারে কব প্রণয়ের কথা ? ভেবেছিন্ন মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী ; কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবেন মোর আশ্রবারি চয় । আপনি আজিকে যবে শুধাইছ আসি কেমনে প্রকাশি কব কত ভালবাসি ? ১ss ॥