পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > s ) তবে কেন মিছে ভালবাসা ! মন দিয়ে মন পেতে চাহি, ওগো কেন, ওগো কেন মিছে এ দুর; শা ! সূদয়ে জ্বালায়ে বাসনার শিখ1, নয়নে সাজায়ে মায়া-মরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে । ওগে। কেন, ওগো কেন মিছে এ পিপাসা । আপনি যে অণছে আপনার কাছে নিখিল জগতে কি অভাব অাছে । আtছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ কোকিল-কুজিত কুঞ্জ । বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়, এ কি ঘোর প্রেম অন্ধ রাহু প্রায় জীবন যৌবন গ্রাসে ।