পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৯s ) মিশ্রসিন্ধু । একতাল। । কি হল আমার ? বুঝি বা সখি হৃদয় আমার হারিয়েছি । পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি । প্রভfত-কিরণে সকাল বেলাতে মন লয়ে সখি গেছিন্থ খেলাতে, মন কুড়াইতে, মন ছড়াক্টতে, মনের মাকারে খেলি বেড়াইতে, মন-ফুল দলি চলি বেড়াইতে, সহসা সজনি চেতনা পেয়ে সহসা সজনি দেখিকু চেয়ে, স্বাশি রাশি ভtঙ্গ হৃদয় মাকীয়ে হৃদয় জামার হারিয়েছি ?