পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०> ) একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাছিব মোর । ২০ ৩ ॥ थांशाख | নাছ শু্যাম, তালে তালে । বাকীয়ে গ্রীবাটী, তুলি পাখী ছটি, এ পাশে ও পাশে করি ছুটাছুটি নাছ শু্যামা, তালে তালে। রুণু, রুণু ঝুণু বাজিছে নুপুর, মৃদু মৃদু মধু উঠে গীত স্বর, বলয়ে বলয়ে বাজে ঝিণি ঝিণি, ' তালে তালে উঠে করতালি ধ্বনি, নাছ শু্যামা, নাছ তবে । নিরালয় তোর বনের মাঝে সেথা কি এমন নুপুর বাজে ?