পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( وا ه ۹ ) হৃদয়ে বিরহ-জাল। এ নিশি পোহtয়, হায় ! কবি যে হল আকুল, এ কি রে বিধির ভুল ! মথুরায় কেন ফুল ফুটেছে আজি, লো সই ! বfশরী বাজাতে গিয়ে বাঁশরী বাজিল কই ? ২০৭ ॥ বেহাগড় । ७ १iन গাসনে—গাসনে—গাসত্ত্বে যে দিন গিয়েছে, সে আর ফিরিবে না তবে ও গান গাসনে । হৃদয়ে যে কথা লুকানো রয়েছে লে আর জাগাসনে L২•৮ ॥