পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२४ ) প্রথম দৃশ্য । অরণ্য । বনদেবীগণ । সিন্ধু কাফি । সহেন সহেন কঁাদে পরাণ ! সাধের অরণ্য হল শ্মশান ! দনু্যদলে আসি শান্তি করে নাশ ত্ৰাসে সকল দিশ কম্পমান । আকুল কানন র্কাদে সমীরণ চকিত মৃগ, পার্থী গাহে না গান । হ্যামল তৃণদল শোণিতে ভাসিল, কাতর রোদন রবে ফাটে পাষাণ, দেবি দুর্গে চাহ, ত্ৰাহি এ বনে, রাথ অধিনী জনে কর শাস্তি দান । ২১৯ ॥ প্রস্থান ।