পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৩৬ ) সারা দিবস বন ভ্রমণে । ঘরে ফিরে যাব কেমনে । ২২৮ ॥ দেশ । বালিকা —এ কি এ ঘোর বন!—এমু কোথায়! পথ যে জানি না, মোরে দেখায়ে দেনা ! কি করি এ অ’াধার রাতে । কি হবে মোর, হায় ! ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে, চকিতে চপলা চমকে সঘনে, একেলা বালিকা তরাসে কাপে কায় । ২২৯ ॥ পিলু। ४भ शत्रु] --(বালিকার প্রতি) পথ ভুলেছিস সত্যি বটে ?