পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৩ ) কাছে আসিলে ত কেহ কাছে রহে না ! কথা কহিলে ত কেহ কথা কহে না ! হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায় ! يسعد হাসিয়ে ফিরায় মুখ কঁদিয়ে সাধিলে । ২৫ ॥ মিশ্র কানাড়া । টিম তেতালা । সকল হৃদয় দিয়ে ভালবেসেছি যারে, সে কি ফিরাতে পারে সখি ! সংসার বাহিরে থাকি জানিনে কি ঘটে সংসারে ! প্রক জানে, হেথায় প্রাণপণে প্ৰtণ যারে চায়, তারে পায় কি না পায়, (জানিনে”) ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা হৃদয় দ্বারে । তোমার সকলি ভালবাসি, ওই রূপ রাশি !