পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २४8 ) আনন্দে তরুলতা নোয়াইছে মাথ৷ কুসুম ফোটাইছে শত বরণে । আশা উল্লাসে চরাচর হাসে কি ভয় কি ভয় দুখ তাপ মরণে ॥ ২৮২৷৷ রাগিণী কর্ণাটী খাম্বাজ—তাল ফেরত । আজি শুভ দিনে, পিতার ভবনে অমৃত সদনে চল যাই । চল চল চল ভাই । না জানি সেথ! কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে, চল চল চল ভাই । মহোৎসবে ত্রিভুবন মাতিল, कि श्रांनब्ल खेशविाढत.? চল চল চল ভাই ।