পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २88 ) হাতের কাছে অগ্নি এল, আমি যাবে! আমি যেতে দেবে কেরে । রাজাট থেপেছেরে তার কথা আর মানব না । আজ রাতে ধুম হবে ভারি, নিয়ে আয় কারণ-বারি, জেলে দে মশালগুলো মনের মতন পুজো দেবনেচে নেচে ঘুরে ঘুরে—রাজাট থেপেছেরে, তার কথা আর মানব না । ১৪• ॥ कुनिtख्रिी । প্রথম দক্ষ্য — রাজা মহারাজা কে জানে আমিই রাজাধিরাজ তুমি উজীর কোতোয়াল তুমি, ঐ ছোড়াগুলো বর্কনাজ । যত সব কুঁড়ে আছে ঠাই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে ?