পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २९8 ) প্রথম। নানা ভাই, কাজ নাই, হোথা কিছু নাই কিছু নাই, ওই ঝোপে যদি কিছু পাই। দ্বিতীয়। বরা” বরা’-~~ প্রথম । আরে দাড়া দাড়া অত ব্যস্ত হলে ফস্কাবে শিকার, চুপি চুপি আয়, চুপি চুপি আয়, অশথ তলায়, এবার ঠিক ঠাকু হয়ে সবে থাক, সাবধান ধর বাণ, সাবধান ছাড় বাণ, গেল গেল ঐঐ পালায় পালায় চল চল্ ছোটরে পিছে আয়রে ত্বর যাই। ২৫৩ ॥ বনদেবীগণের প্রবেশ । মিশ্র মোল্লার । কে এল আজি এ ঘোর নিশীথে । গাধের কfনমে শাস্তি নাশিতে।