পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ३१s ) ফুল কহিছে প্রাণের কাহিনী, মব রাগ রাগিণী উছাসিছে, এ আনন্দে আজি গীত গাছে মোর হৃদয় সব অবারি তুমিই কি দেবী ভারতী, কৃপাগুণে অন্ধ অ’াখি ফুটালে, উষা আমিলে প্রাণের অণধারে, প্রকৃতির রাগিণী শিখাইলে ? তুমি ধন্ত গো, রব’ চিরকাল চরণ ধরি তোমারি ২৭২ গৌড় মল্লার। হৃদয়ে রাখ’ গো দেবি, চরণ তোমার । এস, মা করুণারাণী, ও বিধু-বদন খানি । হেরি হেরি অ*াখি ভরি হেরিব আবার । এল আদরিণী বাণী সমুখে আমার ।