পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) কুকভ ৷ কাওয়ালি । দেখো, সখা, ভূল করে ভালবেস না ! আমি ভালবাসি বলে কাছে এস না ! তুমি যাহে সুখী হও তাই কর সখা, আমি সুখী হব বলে যেন হেস না ! আপন বিরহ লয়ে আছি আমি ভাল, কি হবে চির অ’াধারে নিমেষের অালো । আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট স্রোতে তুমি ভেসো না ! ৩১ ॥ ললিতবসন্ত । কাওয়ালি । ভুল করেছিমু ভুল ভেঙ্গেছে ! এবার জেগেছি, জেনেছি, এবার আর ভুল নয় ভুল নয় ! ফিরেছি মায়ার পিছে পিছে, জেনেছি স্বপন সব মিছে !