পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৯২ ) ভারত অরণ্যে ঋষিদের গান অনন্ত সদনে করিতে প্রয়াণ তোমারে চাহিয়া পুণ্যপথ দিয়া সকলে মিলিয়া চলিত । , আজ কি হয়েছে চাও পিতা চাও, এ তাপ, এ পাপ, এ দুখ ঘুচাও, মোরা ত তেfমারি রয়েছি সস্তান যদিও আমরা পতিত। ২৮৮ ৷ রাগিণী আসাবরি—তাল চৌতাল । এখনো অ*াধার রয়েছে, হে নাথ, এ প্রাণ দীন মলিন, চিত অধীর, . সব শূন্তময় । চারিদিকে চাহি পথ নাহি নাহি, শাস্তি কোথা, কোথা অালয় ।