পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Rae ) শুন সে আহবান বাণী—চাহ সেই মুখপানে – র্তাহার আশীষ লয়ে, চলরে যাই সবে তার কাজে । ২৯৩ ॥ * রাগিণী মিশ্র বেলাবতী—তাল কাওয়ালি। ওহে দয়াময় নিখিল আশ্রয় “) soil olfo Sf 9 | পতিত ষে জন করিছে রোদন, পতিত পাবন তাহারে উঠাও। মরণে যে জন করেছে বরণ তাহারে বাঁচাও ৷ কত দুখ শোক, কঁাদে কত লোক, নয়ন মুছাও । ভাঙ্গিয়া অভ্যালয় হেরে শূন্তময় কোথায় আশ্রয়, (তারে) ঘরে ডেকে নাও ।