পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগিণী আলাইয়া—তাল ধামার। কেরে ওই ডাকিছে, স্নেহের রব উঠিছে জগতে জগতে, তোরা আয়, আয়, আয়, আয় ! তাই আনন্দে বিহঙ্গ গান গাছে, প্রভাতে, সে সুধাস্বর প্রচারে । বিষাদ তবে কেন, অশ্রু বহে চোখে শোক কাতর আকুল কেন আজি! কেন নিরানন্দ, চল সবে যাই— পূর্ণ হবে আশা । ২৯৬ ॥ রাগিণী ললিত--তাল আড়াঠেকা । চলিয়াছি গৃহপানে, খেলাধূলা অবসান। ডেকে লও, ডেকে লও; বড় শ্রান্ত মন প্রাণ ।