পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গানের বহি । -حسعه تهیهوه احهوه মিশ্র বাহার । কাওয়ালি । (জীবনে) আজ কি প্রথম এল বসন্ত ! নবীন বাসনা ভরে হৃদয় কেমন করে, নবীন জীবনে হল জীবন্ত । সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়, কাহারে বসাতে চায় হৃদয়ে ! তাহারে খুজিব দিক-দিগন্ত ! জীবনে অtজ কি প্রথম এল বসন্ত । যেমন দখিণে বায়ু ছুটেছে ! কে জানে কোথায় ফুল ফুটেছে ! X