পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( כלפי ) কেন এ হিংসা দ্বেষ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান ! বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোকৃ তোমারি । ৩১৯ ॥ রাগিণী পূরবী—তাল আড়াঠেকা। বর্ষ ওই গেল টলে। কত দোষ করেছি যে, ক্ষমা কর, লহ কোলে । শুধু আপনারে ল’য়ে সময় গিয়েছে ব’য়ে, 'চাহিনি তোমার পানে, ডাকি নাই পিতা বোলে! অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে অনিমেষ অণথি তব মুখপানে চেয়ে আছে ; স্মরিয়ে তোমার স্নেহ, পুলকে পুরিছে দেহ, প্রভুগো তোমারে কন্তু আর না রহিব ভুলে ৩২•