পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిe ) বেহাগ । আড়াঠেকা । অামি কারেও বুঝিনে শুধু বুঝেছি তোমারে । তোমাতে পেয়েছি আলো সংশয় অrtধারে । ফিরিয়াছি এ ভুবন, পাইনি ত কারে মন, গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে । এ সংসারে কে ফিরাবে, কে লইবে ডাকি, আজিও বুঝিতে নারি, ভয়ে ভয়ে থাকি ! কেবল তোমারে জানি, বুঝেছি তোমার বাণী, তোমাতে পেয়েছি কুল অকুল পাথারে । ৩৫ ৷ বিভাস। আড়াঠেকা । প্রভাত হইল নিশি কানন ঘুরে, বিরহ-বিধুর হিয়া মরিল ঝুরে ।