পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২৪ ) চল গো পিতার ঘরে সারাবৎসরের তরে প্রসাদ-অমৃত ভিক্ষ লবে। ওই হের তার দ্বার, জগতের পরিবার হেtথায় মিলেছে আজি সবে । ভাই বন্ধু সবে মিলি, করিতেছে কোলাকুলি মাতিয়াছে প্রেমের উৎসবে। যত চায় তত পায়, হৃদয় পুরিয়া যায় গৃহে ফিরে জয় জয় রবে, সবার মিটেছে সাধ, লভিয়াছে আশীৰ্ব্বাদ সম্বৎসর আনন্দে কাটিবে। ৩২৫ ॥ মিশ্র দেশ খাম্বাজ । বীপতাল । শোন শোন আমাদের ব্যথা দেব দেব প্রভু দয়াময়,