পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( כס\ ) স্নান শশি অস্তে গেল, মান হাসি মিলাইল, কঁাদিয়া উঠিল প্রাণ কাতর স্বরে ! চল সখি চল তবে ঘরেতে ফিরে, যাক ভেসে মান অণথি নয়ন নীরে ! যাক ফেটে শূন্ত প্রাণ, হোক অাশা অবসান, হৃদয় যাহারে ডাকে থাক সে দূরে । ৩৬ r মিশ্র বসন্ত । রূপক । এস এস বসন্ত ধরণতলে । অান কুহুতান, প্রেমগান, আন গন্ধমদভরে অলস সমীরণ ; আন নবযৌবনহিল্লোল, নব প্রাণ, প্রফুল্ল নবীন বাসনা ধরান্তলে ।