পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৪২ ) সেই গভীর স্বরে উদাস করে আfর কে কারে ধরে রাখে । যেথায় থাকি যে ষেখানে, বাধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে না কে ? মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, নবীন অাশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে । কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে অtয় রে মাকে ৩৪১ ॥