পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৪ ৫ ) কাতর প্রাণে অামি তোমায় যখন যাচি আড়াল করে সবাই দাড়ায় কাছাকাছি, ধরণীর ধুলো তাই নিয়ে আছি পাইনে চরণ ধূলি হে। শত ভাগ মোর শত দিকে ধtয় আপন আপনি বিবাদ বাধায়, কারে সামালিব, এ কি হল দায়, একা যে অনেক গুলি হে ! আমায় এক কর তোমার প্রেমে বেঁধে এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে, ধাদার মাঝে পড়ে কত মরি কেঁদে চরণেতে লহ তুলি হে ৷ ৩৪৪ ॥ বিঝিট । একতালা । একবার তোরা মা বলিয়া ডাক্‌, জগত জনের শ্রবণ জড়াকৃ,