পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७8४ ) হিমাজি পাষাণ কেঁদে গলে ষণক, মুখ তুলে আজি চtহরে। দাড়া দেখি তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক্‌ বিজুলি, প্রভাত গগনে কোটি শির তুলি নিৰ্ভয়ে আজি গণহরে । বিশ কোটি কণ্ঠে মা বলে ডাকিলে* রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে, বিশ কোটি ছেলে মায়েরে ঘেরিলে দশদিক্‌ সুখে হাসিবে । cস দিন প্রভাতে নুতন তপন নুতন জীবন করিবে বপন, এ নহে কাহিনী এ নহে স্বপন আসিবে সে দিন অসিৰে ।