পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७8१ ) আপনার মায়ে মা বলে ডাকিলে, আপনার ভায়ে হৃদয়ে রাখিলে, সব পাপ তাপ দূরে যায় চলে পুণ্য প্রেমের বাতাসে। সেথায় বিরাজে দেব অণশীৰ্ব্বাদ না থাকে কলহ না থাকে বিবাদ, ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ, বিমল প্রতিভা বিকাশে ॥ ৩৪৫ ॥ রাগিণী বাহার—তাল ধামার । এত আনন্দ ধ্বনি উঠিল কোথায় ! জগতপুরবাসী সবে কোথায় ধায় ! কোন অমৃত ধনের পেয়েছে সন্ধান ! কোন সুধা করে পান । কোন আলোকে অ*াধার দূরে যায় । ৩৪৬ ॥