পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిee ) আমি কোথা যাব কাহারে শুধtব, নিয়ে যায় সবে টানিয়া, একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথরে আনিয়া । স্বহৃদের তরে চাই চারিধারে, অণখি করিতেছে ছলছল । আপনার ভারে মরি যে আপনি কাপিছে হৃদয় হীনবল। ৩৬২ ॥ রাগিণী গৌড় মল্লার—তাল কাওয়ালি । তোমার দেখা পাব বলে এসেছি যে সখী শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে, তব গোপন বিজন গৃহে লয়ে যাও । দেহগে সরায়ে তপন তারকা, আবরণ সব দুর কর হে,