পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిఆరి ) দিকৃহারা সদা মরি যে ঘুরে যাই তোমা হতে দূর স্থদুরে, পথ হারাই রসাতল পুরে অন্ধ এ লোচন মোহ ঘনে ॥৩৬৫ ৷ রাগিণী অভ্যাসাবরি—তাল বীপতাল । দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শোক দহন— গেয়ে চলি তবু তার করুণার গান । খুলে রেখেছেন তার स्रशुङ ङिश्वन वांनि শ্রান্তি ঘুচিবে অশ্রু মুছিবে এ পথের হবে অবসান ।