পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૭૧૭ ) বলরে ডেকে বল “পিতার ঘরে চল হেথায় শোক তাপ নাই।” ৩৭৯ রাগিণী মিশ্র কেদারা—তাল একতালা । যাদের চাহিয়া তোমারে ভূলেছি उद्भिः ङ 5f८श् न। विभिi८द्म । তার আসে তারা চলে যায় দূরে ফেলে যায় মরু মাকারে । দুদিনের হাসি দুদিনে ফুরায় দীপ নিভে যায় অ*াধারে । কে রহে তখন মুছাতে নয়ন ডেকে ডেকে মরি কাহারে । যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভূলাতে, ' শেষে দেখি হায় সব ভেঙ্গে যায় ধুলা হয়ে যায় ধূলাতে ;–