পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( «хус ); মহান জগতে থাকি বিস্ময়বিহীন অধি, বারেক না দেখ তারে এ বিশ্ব মাঝারে । যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি স্বৰ্য্যলোক, তুমি কেন নিভায়েছ আত্মার আলোক ! র্তাহার আহবান রবে আনন্দে চলিছে সবে, তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে। ৩৯৪ ॥ দেওগির বেলাবলী—অাড়া চৌতাল । সবে আনন্দ করে। প্রিয়তম নাথে লয়ে যতনে হৃদয়ধামে । সঙ্গীতধবনি জাগা ও জগতে প্রভাতে স্তন্ধ গগন পূর্ণ কর ব্রহ্ম নামে । ৩৯৫ ॥ বেলাবলী ৷ রূপক । হে মন তারে দেখ অ’াখি খুলিয়ে যিনি আছেন সদা অস্তরে। 있g