পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ૦૧ ) মিশ্র বিভাস । একতালা । এরা, সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু মুখ চলে যায় ! এমনি মায়ার ছলনা। এর ভূলে যায় কারে ছেড়ে কারে চায় ! তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায় ! প্রেমে মুখ দুখ ভূলে তবে সুখ পায়। সখি চল, গেল নিশি, স্বপন ফুরাল, মিছে আর কেন বল ! পশি ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল । প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান । এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল ! ৪২ {