পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ל לפט ) হীয় সকলি অন্ধকার চন্দ্র, স্বৰ্য্য, সকল কিরণ, অণধার নিখিল বিশ্বজগত, তোমার প্রকাশ হৃদয় মাঝে সুন্দর মোর নাথ, মধুর প্রেম আলোকে, তোমারি মাধুরী তোমারে প্রকাশে । ৪০৩ ॥ কফি-চৌতাল । অtছ অস্তরে চিরদিন, তবু কেন কাদি । তবু কেন হেরি না তোমার জ্যোতি, কেন দিশহারা অন্ধকারে । অকুলের কুল তুমি আমার, তবু কেন ভেসে যাই মরণের পারাবারে । আনন্দঘন বিভু, তুমি বার স্বামী, O লে কেন ফিরে পথে দ্বারে দ্বারে । ৪০৪ ॥