পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిసెఅ ) তুমি চিরমঙ্গল সথা হে (তোমার জগতে) চিরসঙ্গী চির জীবনে । চির প্রীতিসুধানিবার তুমি হে হৃদয়েশ ! তব জয় সঙ্গীত ধবনিছে (তোমার জগতে) চির দিবা চিররজনী । ৪১২ ॥ " রাগিণী পূর্ণ ষড়জ—তাল একতাল। (একি) লাবণ্যে পূর্ণ প্রাণ প্ৰাণেশ হে! (আনন্দ বসন্ত সমাগমে) বিকশিত প্রীতি কুসুম হে (আনন্দ বসন্ত সমাগমে) পুলকিত চিত কাননে। জীবনলতা অবনত তব চরণে । হরষ গীত উচ্ছসিত হে (আনন্দ বসন্ত সমাগমে) কিরণ মগন গগনে । ৪১৩ ॥