পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R ) তেমনি আমিও সখি যাব, না জানি কোথায় দেখা পাব ? কার স্থধাস্বর মাঝে জগতের গীত বাজে, প্রভাত জাগিছে কার নয়নে ? কাহার প্রাণের প্রেম অনন্ত ! তাহারে পুজিব দিক দিগন্ত ! ১ i মিশ্র কানাড় । কা ওয়ালি । অামার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো ! তোমা ছাড়t অtর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো ! তুমি সুখ যদি নাহি পাও, যাও, স্বথের সন্ধানে যাও,