পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেন ওগো 375 ( ৪৩ ) আসিবে বলিয়া কে গেছে চলিয়া তাই অামি বসে আছিরে । মালাটি গাথিয় পরেছি মাথায় নীলবাসে তনু ঢাকিয়1, বিজন-আলিয়ে প্রদীপ জালায়ে একেল রয়েছি জাগিয়া ! তাই কত নিশি চাদ ওঠে হাসি, তাই কেঁদে যায় প্রভাতে । তাই ফুল-বনে মধু-সমীরণে ফুটে ফুল কত শোভাতে ! বাশি স্বর তার আসে বারবার সেই শুধু কেন আসে না ! হৃদয়-আসন শূন্য পড়ে থাকে কেঁদে মরে শুধু বাসনা !