পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8૭ ) যদি মনে নাহি রাখে সুখে যদি থাকে তোরা একবার দেখে অtয়, এই নয়নের তৃষা পরাণের আশ। চরণের তলে রেখে আয় ! আর নিয়ে যা’ রাধার বিরহের ভার কত আর ঢেকে রাখি বল্‌ ! আর পারিস যদি ত আনিস হরিয়ে এক ফোট। তার অাখি জল । না না এত প্রেম সখি ভুলিতে যে পারে তারে আর কেহ সেধ না আমি কথা নাহি কব, দুখ লয়ে রব, মনে মনে সব’ বেদনা ! ওগো মিছে, মিছে সখি, মিছে এই প্রেম, মিছে পরাণের বাসনা !