পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రి ) আমি তোমারে পেয়েছি সদসু মানে আর কিছু নাহি চাই গো ! আমি, তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস ! যদি অার কারে ভাল বাস, যদি আর ফিরে নাহি আসি, তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গে! ! ২ ॥ কাফি । খেম্টা। কাছে আছে দেখিতে না পাও ! তুমি কাহার সন্ধানে দুরে যাও ! মনের-মত কারে খুজে মর”,