পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) মিশ্র বারোয়ণ । অাড়াখেমটা । তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা । তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা । কবে তুমি গেয়েছিলে, আ*াখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি ? শুধু মনের মধ্যে জেগে অাছে, ঐ নয়নের তার } তুমি কথা কোয়ে না, তুমি, cচয়ে চলে যাও ! এই চাদের আলোতে তুমি হেসে গলে যাও !