পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( لان ) সে যদি চাহে, মরি যে তাহে কেন মুদে আসে অাখির পাতা। স্নান মুখে সখি সে যে চলে যায়, ও তাবে ফিরাযে ডেকে নিয়ে আয় বুঝিল না সে যে কেঁদে গেল ধূলায় লুটাইল হৃদয় লতা। ৬• ॥ বেহাগ—কাওয়ালী। প্রমোদে ঢালিয়া দিল্প মন তবু প্রাণ কেন কঁাদেরে। চারিদিকে হাসি রাশি তবু প্রাণ কেন কঁাদেরে। पृञांन नधि शैौलां जॉन, প্রাণ খুলে কর গান নাচ সবে মিলে ধিরি বিরি ফিরিয়ে, তবু প্রাণ কেন কঁাদেরে ?