পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७२ ) বীণা তবে রেখে দে, গান আর গাসনে কেমনে যাবে বেদন ? কাননে কাটাই রাতি, তুলি ফুল মাল গাথি জোছনা কেমন ফুটেছে তবু প্রাণ কেন কঁাদেরে । ৬১ ৷ মূলতান—আড়খেমটা । বুঝি বেলা বয়ে যায়, কাননে আয় তোরা আয় । আলোতে ফুল উঠল ফুটে ছায়ায় ঝরে পড়ে যায় । সাধ ছিলরে পরিয়ে দেব মনের মতন মালা গেথে, কই সে হল মালা গাখী কই সে এল হায় ।