পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ఆఅ ) সর্থীরা নেহারিব দোহার আনন হেসে আকুল হল বকুল কানন (আমরি মরি) ॥ ৬৭ It কালাংড়া—আtড়াখেমটা । দেখে যা দেখে যা দেখে যালে৷ তোরা সাধের কাননে মোর (আমার) সাধের কুসুম উঠেছে ফুটিয়া মলয় বহিছে সুরভি লুটিয়ারে— (হেথা) জ্যোছনা ফুটে তটিনী ছুটে প্রমোদে কানন ভোর । , অায় আয় সখি অtয়লো হেথা দুজনে কহিব মনের কথা তুলিব কুসুম দুজনে মিলি রে, (মুখে) গাথিব মাল। গণিব তারা করিব রজনী ভোর।