পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ४१ ) ভেবেছিলাম ঘরে রব কোথাও যাব না, ঐ যে বাহিরে বাজিল বাশি বল কি করি । শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে সাজের বেলায় বাজে বাশি ধীর সমীরে ওগো তোরা জানিস যদি পথ বলে দে । আমায় বঁাশিতে ডেকেছে কে । দেখিগে তার মুখের হাসি, তারে ফুলেরমালা পরিয়ে আসি, তারে বলে আসি তোমার বাশি আমার প্রাণে বেজেছে । আমার বঁাশিতে ডেকেছে কে । ৮২ ॥ বিভাস। কাওয়ালি । ঝর ঝর রক্ত ঝরে কাটামুণ্ডু বেয়ে । ধরণী রাঙা হল রক্তে নেয়ে !